অংকুরের ‘সামার ট্রিপ – ২০২৫’ সফলভাবে সম্পন্ন

শিশু-কিশোরদের শারীরিক মানসিক ও চারিত্রিক গঠনে নিবেদিত জাতীয় সংগঠন অংকুর এর উদ্যোগে অনুষ্ঠিত হলো “সামার ট্রিপ – ২০২৫”। একদিনব্যাপী এই বিশেষ আয়োজনটি ১২ জুলাই গাজীপুর সাফারি পার্কে সম্পন্ন হয়। এতে অংশ নেয় এসএসসি পরীক্ষার্থীসহ অংকুর সদস্য, উপদেষ্টা ও পরিচালকগন।


🌿 আয়োজনে যা ছিল:
প্রকৃতিনির্ভর জিপ সাফারি ভ্রমণ, বিভিন্ন প্রজাতির পশু, পাখি, মাছ ও চসরীসৃপ সহ গাছ গাছালীর সাথে পরিচিতি ও প্রত্যক্ষ অভিজ্ঞতা অর্জন। বিশেষ আকর্ষণ ছিলো- প্রজাপতির প্রজনন, বেড়ে উঠার ধাপ সমূহ সরাসরি প্রত্যক্ষ করা ও প্রজাপতি পার্কের নৈসর্গিক সৌন্দর্য উপভোগ।

ট্যুরে ‘ইসলামি মূল্যবোধ ও শিক্ষার্থীর আদর্শ চরিত্র’ বিষয়ের উপর বিশেষ সেশন পরিচালনা করেন অংকুর উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ আবদুল জলিল। এছাড়া “ভবিষ্যৎ ক্যারিয়ার ও দিক নির্ধারণ” শীর্ষক অনুপ্রেরণামূলক আলোচনা করেন অংকুর পরিচালক শাহ্ শিহাব উদ্দিন।
জামাতে জোহর ও আসর সালাত আদায়, ইসলামি সঙ্গীত, যিকির এবং দোয়া পুরো ট্যুরকে একটি পবিত্র অনুভূতিতে পূর্ণ করে তুলে।

🏆 এই আয়োজনের বিশেষ আকর্ষণ ছিলো- একটি লিখিত মূল্যায়ন পরীক্ষা,
যেখানে কিশোরদের ইসলামি জ্ঞান, নৈতিকতা, ভবিষ্যৎ ভাবনা ও ট্যুরে অর্জিত অভিজ্ঞতার উপর প্রশ্ন রাখা হয়।
📌 এতে সর্বোচ্চ নাম্বার প্রাপ্ত ৩ জন শিক্ষার্থীকে বিশেষ পুরস্কার প্রদান করা হয়।
🥇 প্রথম স্থান – জুবায়ের জামান জিদান
🥈 দ্বিতীয় স্থান – জাওয়াদ জারিফ
🥉 তৃতীয় স্থান – মুশফিকুর রহমান

এই আয়োজনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে ইসলামি ছাত্র মজলিস, ঢাকা মহানগরী দক্ষিণের বায়তুলমাল সম্পাদক মুহাম্মদ শাহজাহান কিশোরদের উদ্দেশ্যে বলেন,
“তোমাদের স্বপ্ন শুধু চাকরি নয় — আদর্শ মানুষ হয়ে সমাজে আলোকিত হও। তোমরাই আগামীর দীনী নেতৃত্ব।”
সমাপনী বক্তব্যে অংকুর নির্বাহী পরিচালক মুহাম্মদ নিজাম উদ্দিন বলেন -,
“আমরা চাই, প্রতিটি কিশোর প্রকৃতিকে ভালোবাসুক, নামাজে দাঁড়াক, পরিবার ও বন্ধুদের ভালোবাসা ও আস্থার মানুষ হোক, আর হোক দেশের জন্য এক নিঃস্বার্থ আদর্শ নাগরিক।”