১ আগস্ট শুক্রবার সকালে জাতীয় শিশু কিশোর সংগঠন অংকুর এর উদ্যোগে রাজধানীর ট্রাস্ট মিলনায়তনে জুলাই গণঅভ্যুত্থান স্মরণ প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। প্রবন্ধ, কবিতা ও চিত্রাঙ্কন এই ৩টি ইভেন্টে ৫ টি গ্রুপে বিজয়ী ১৯ জনের হাতে ক্রেস্ট ও পুরষ্কার তুলে দেন অতিথিরা।

প্রবন্ধে বিজয়ীঃ
প্রথম স্থান – জিনিয়া জাহান মেঘা
দ্বিতীয় স্থান – তাসকিন সাদ তুসি
তৃতীয় স্থান – মেহেরাজ উদ্দিন তামিম
তৃতীয় স্থান (যৌথ) – মাহবুবুল হক রায়হান
কবিতা খ-গ্রুপে বিজয়ীঃ
প্রথম স্থান – তাসফিয়া বিনতে এনাম
দ্বিতীয় স্থান – সাকিবুজ্জামান ভূঁইয়া
দ্বিতীয় স্থান (যৌথ) – তানজিল ফাইয়াজ
তৃতীয় স্থানঃ ইয়াসিন ইসলাম সিয়াম
কবিতা ক-গ্রুপে ( ২য় – ৪র্থ শ্রেণী) বিজয়ীঃ
প্রথম স্থানঃ সাদিকুর রহমান
দ্বিতীয় স্থানঃ মাহির উদ্দিন মিসবাহ
চিত্রাঙ্কন ক-গ্রুপ ( ২য় – ৪র্থ শ্রেণী) বিজয়ীঃ
প্রথম স্থান – সৈয়দ মোহাম্মদ আননুর হায়দার
দ্বিতীয় স্থান – আত্রিয়ানা তাসুয়া
তৃতীয় স্থান – মোহাম্মদ সাদ
তৃতীয় স্থান ( যৌথ) – তাসফিন সাফ তাইসির
তৃতীয় স্থান ( যৌথ) – তাহিয়া নুজহাত

চিত্রাঙ্কন খ-গ্রুপ বিজয়ীঃ
প্রথম স্থান – সাদিয়া ইসলাম মীম
দ্বিতীয় স্থান – লিয়ানা
তৃতীয় স্থান – ফাতেমা

সঙ্গীত ও বক্তৃতায় বিশেষ পুরষ্কার – রুফাইদা তারান্নুম

অংকুর নির্বাহী পরিচালক মুহাম্মদ নিজাম উদ্দিনের পরিচালনায় এবং পরিচালক শাহ্ শিহাব উদ্দিনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অংকুর এর প্রধান উপদেষ্টা ডাক্তার আবদুল্লাহ খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অংকুর উপদেষ্টা মুহাম্মদ মুনতাসির আলী, ড. মোস্তাফিজুর রহমান ফয়সাল ও কাজী আরিফুর রহমান। অন্যান্যের মঝে উপস্থিত ছিলেন অংকুর পরিচালনা পরিষদ সদস্য এডভোকেট এনায়েত রাব্বি একরাম, রাফকাতুল রাকিব, আহনাফ, কাজী মুয়াজ মুহাম্মদ, তানজিল ফাইয়াজ, মাহির উদ্দিন মিসবাহ।

শহীদদের মাগফিরাত কামনা ও পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপনের মধ্য দিয়ে অনুষ্ঠান সমাপ্ত হয়।