জুলাই গণঅভ্যুত্থানে শিশু কিশোর হত্যাকারীদের দ্রুত বিচার নিশ্চিতের দাবি অংকুরের

১ আগস্ট শুক্রবার সকালে জাতীয় শিশু কিশোর সংগঠন অংকুর এর উদ্যোগে রাজধানীর পুরানা পল্টনে ২৪ এর গণঅভ্যুত্থানে শতাধিক শহীদ শিশু কিশোরের হত্যাকারীদের দ্রুত বিচারের দাবিতে সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।

অংকুর নির্বাহী পরিচালক মুহাম্মদ নিজাম উদ্দিনের পরিচালনায় এবং পরিচালক শাহ্ শিহাব উদ্দিনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অংকুর এর প্রধান উপদেষ্টা ডাক্তার আবদুল্লাহ খান।
মানববন্ধনে জাতীয় পতাকা, ব্যনার ও বিভিন্ন প্লেকার্ড হাতে শিশু কিশোররা অংশ নেয়।


শিশুরা তাদের বক্তৃতায় ২০২৪ সালের অভ্যুত্থানে নিহত শিশু কিশোর হত্যাকারীদের বিচার নিশ্চিতে স্পেশাল ট্রাইভ্যুনাল গঠন করার দাবি জানান। এছাড়া নিরপরাধ শিশু কিশোরদের রাজনৈতিক কারনে হত্যা বন্ধ ও তাদের জীবনের নিরাপত্তা নিশ্চিতে যথাযথ আইন প্রনয়নের দাবি জানানো হয়।


শহীদদের মাগফিরাত কামনা ও পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপনের মধ্য দিয়ে অনুষ্ঠান সমাপ্ত হয়।